ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী বোমাহামলাকারী হতে চাওয়ায় মেয়েকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
ইরাকে আত্মঘাতী বোমাহামলাকারী হতে চাওয়ায় মেয়েকে হত্যা

বাগদাদ: ইরাকে আত্মঘাতী বোমা হামলাকারী হতে চাওয়ায় নাজিম আব্দ আল আনবাকি নামে এক ব্যক্তি তার কিশোরী কন্যাকে হত্যা করেছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মী শুক্রবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, ‘বাগদাদ থেকে ১শ কিলোমিটার দূরের শহর মান্দিলিতে ওই ব্যক্তির বাড়িতে নিরাপত্তা কর্মীরা মেয়েটির খোঁজে অভিযান চালায়।

তখন নাজিম আব্দ আল আনবাকি তাদের জানান, তার মেয়ে শাহলা নাজিম আল-আনবাকি সুন্নি ইসলামী জঙ্গি দলের আত্মঘাতী হামলাকারী হতে চেয়েছে শুনেই তিনি তাকে হত্যা করেছেন এবং তার বাড়ির কাছেই কবরও দিয়েছেন। খবর জিটিভি-র।

দিয়ালা প্রদেশ পুলিশের এক মুখপাত্র মেজর গালিব আল-জুবৌরি জানান, ‘মেয়েটির বাবাকে আটক করা হয়েছে। তিনি তার মেয়েকে হত্যার কথা তাদের কাছে স্বীকার করেছেন। শুধু তাই-ই নয়, তিনি তাদের মেয়েটির কবরও দেখিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।