ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
যুক্তরাষ্ট্র-রাশিয়ার পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি সই

মিউনিখ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর করেছেন। স্নায়ু যুদ্ধের সাবেক শত্রু দেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে শনিবার ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

 

এ সময় জার্মানির মিউনিখ শহরে হিলারি কিনটন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে ‘স্টার্ট’ নামের এ চুক্তির দলিলপত্র বিনিময় করেন।

এ বিষয়ে হিলারি বলেন, ‘আজ আমরা চুক্তির দলিলপত্র বিনিময় করেছি যার মধ্য দিয়ে রাশিয়া ও মার্কিনীসহ বিশ্বের জনগণের উপর থেকে পরমাণু ঝুঁকি হ্রাস পাবে। ’ একইসঙ্গে তা বিশ্বের দুই সেনা শক্তির মধ্যে সহযোগিতা বাড়াবে বলেও হিলারি উল্লেখ করেন।

এ চুক্তি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাড়াবে বলে লেভরভ জানান। এ চুক্তির শর্ত অনুযায়ী আগামী দশ বছরের মধ্যে পরমাণু অস্ত্রের পরিমাণ ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। একইসঙ্গে উভয়পক্ষের প্রয়োগ করা ৭০০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বোমার মজুদও সীমাবদ্ধ করতে হবে।

১৯৯১ সালে স্বাক্ষরিত মূল চুক্তির মেয়াদ ২০০৯ সালেই শেষ হয়ে যায়। তবে নতুন স্বাক্ষরিত চুক্তি অনেকটা প্রতীকী বলেই বিশ্লেষকদের ধারণা। কারণ বর্তমানে ভারী অস্ত্র ব্যবহারের সম্ভবনা খুবই কম।

তবে বিপদজনক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ চুক্তির গুরুত্ব অনেক। কেননা বিশ্বের পরমাণু অস্ত্রের ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।