ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: সংবিধান সংস্কার বিষয়ক কমিটি গঠনে সম্মতি সব পক্ষের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১
মিশর: সংবিধান সংস্কার বিষয়ক কমিটি গঠনে সম্মতি সব পক্ষের

কায়রো: বিদ্যমান সংবিধান সংস্কারের লক্ষ্যে কমিটি গঠনে সম্মত হয়েছে মিশরীয় সরকার ও মুসলিম ব্রাদারহুডসহ বিরোধীরা। দেশটির চলমান সংকট নিরসনে শুরু হওয়া এ আলোচনায় সরকার ও বিরোধীরা রোববার এ ঐকমত্যে পৌঁছেছে।

এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।  

সরকারের মুখপাত্র মাগদি রাদি বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহের আগেই কমিটি গঠনের বিষয়ে আমরা সম্মত হয়েছি। সাংবাধিক ও আইনী সংশোধনীর জন্য কমিটিতে বিচারকম-লী ও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ’

তবে গুটি কয়েক দল ছাড়া মিশরে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট সব দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।

তবে মুসলিম ব্রাদারহুডের মত একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিশরীয় সরকারের আলোচনায় অংশ নেওয়ার ঘটনা এটাই প্রথম।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬ , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।