ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ভারতের উন্নয়নমন্ত্রী গোপীনাথ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুন ৩, ২০১৪
সড়ক দুর্ঘটনায় ভারতের উন্নয়নমন্ত্রী গোপীনাথ নিহত গোপীনাথ মুন্দে

ঢাকা: ভারতে সড়ক দুর্ঘটনায় বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় পল্লী উন্নয়নমন্ত্রী গোপীনাথ মুন্ডে (৬৪) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।



সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে বিজেপি নেতা নিতিন গড়করি সংবাদ মাধ্যমকে জানান।

এর আগে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়।

সংবাদ মাধ্যম জানায়, মুম্বাইয়ের উদ্দেশে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দিল্লির দক্ষিণে অরবিন্দ মার্গ নামক এলাকায় তার গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।

সদ্য গঠিত সরকারের মন্ত্রিসভায় পল্লী উন্নয়নমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন মুন্ডে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪/আপডেট: ১০১৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।