ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লুগানাস্ক থেকে কিয়েভে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ৩, ২০১৪
লুগানাস্ক থেকে কিয়েভে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা

ঢাকা: ইউক্রেনের লুগানস্কে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল নাগাদ নিরাপদ স্থানে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরাও নিরাপদ স্থানে যেতে পারবে বলে ভারতীয় শিক্ষার্থীরা আশ্বাস দিয়েছে।



মঙ্গলবার সকালে ইউক্রেনের লুগানাস্ক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির (Lugansk State Medical university)  ছাত্র লিটন ভৌমিক বাংলানিউজকে বলেন, ভারতীয় সরকার তাদের শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। এদের অনেকেই আমাদের পরিচিত। তারা ভরসা দিয়েছে বিকেল ৩টায় বিশেষ ট্রেনে আমাদেরও জায়গা করে দেবে।

এর আগে সোমবার রাতে আরেক ছাত্র হাসান মানিক লুগানস্কে প্রচণ্ড গোলাগুলি ও বোমা হামলার ঘটনার কথা  বাংলানিউজকে জানিয়েছিলেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক শহরে রুশপন্থি মিলিশিয়া এবং ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে বাংলাদেশের ৩০ জন শিক্ষার্থী আটকে পড়েছে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। যে কোনো ভাবেই হোক তাদের বাঁচানের জন্য বাংলাদেশ সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা।

হাসান বলেন, ইউক্রেনে কোনো বাংলাদেশি মিশন নেই যে আমাদের সাহায্য করবে। আমরা মস্কোতে যোগাযোগ করেছি। তারা সহযোগীতার আশ্বাস দিয়েছে, তবে এখনো কিছু হয়নি।
 
তিনি বলেন, ইউক্রেন বাহিনী পুরো শহরটি চারদিক থেকে ঘিরে রেখেছে। রুশপন্থি মিলিশিয়ারা এখানকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে রেখেছে। ইউক্রেনবাহিনী থেমে থেমে হামলা চালাচ্ছে।

যেভাবেই হোক তাদের বাঁচানের জন্যে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

** ইউক্রেনযুদ্ধে আটকা পড়েছে ৩০ বাংলাদেশি ছাত্র

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।