ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপের নিরাপত্তায় ওবামার বিলিয়ন ডলারের তহবিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ৩, ২০১৪
ইউরোপের নিরাপত্তায় ওবামার বিলিয়ন ডলারের তহবিল ছবি: সংগৃহীত

ইউরোপে সামরিক শক্তি বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার পোল্যান্ড সফরে তিনি এ ঘোষণা দেন।

খবর বিবিসি অনলাইন।

ঘোষণাকালে ওবামা বলেন, মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য আমাদের মিত্রদের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও কর্মকাণ্ড আরো বৃদ্ধি করব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান নিরাপত্তা বন্ধুদের জন্য এ অর্থ ‘খুবই প্রোয়জনীয়’।

পোল্যান্ড সফরে ওবামার ইউক্রেন সঙ্কট নিয়ে ন্যাটো নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

এর আগে এপ্রিলে মস্কোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে সামরিক প্রশিক্ষণের জন্য ১৫০ মার্কিন সেনাকে পোল্যান্ডে পাঠানো হয়।

এছাড়া বেলজিয়াম ও ফ্রান্সেও সফরের কথাও রয়েছে ওবামার।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।