ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটার, ফেসবুকেও সিআইএ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ৭, ২০১৪
টুইটার, ফেসবুকেও সিআইএ!

ঢাকা: সামাজিক যোগাযোগের দু'টি জনপ্রিয় মাধ্যম টুইটার ও ফেসবুকেও এখন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) অনুপ্রবেশ ঘটেছে। তবে এই অনুপ্রবেশ আসলে অপরাধীদের ধরতে নয়।



এই অনুপ্রবেশ মূলত তাদের অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করতেই বলে জানিয়েছে সিআইএ কর্তৃপক্ষ। সংস্থাটির অফিসিয়াল কাজকর্মে আধুনিকতার সঙ্গে নতুন গতি সৃষ্টির লক্ষে টুইটার, ফেসবুকে আফিসিয়াল পেজ খুলেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ)।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআইএ তাদের পেজ খুলেছে।

ইতোমধ্যে তাদের এই দুই পেজে ক্রমান্বয়ে বেড়ে চলছে লাইক, ফলো, ফেভারিট হিসেবে সংযুক্ত করা ইত্যাদি। গত ২৪ ঘণ্টায় সিআইএ'র ফেসবুক পেজের লাইক দাঁড়িয়েছে ১৩ হাজার ৯টি। অন্যদিকে টুইটারে তাদের পেজ ফেভারিটের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১৩৪টি।

সিআইএ কর্তৃপক্ষ বলছে, এই হার আরো অনেক বৃদ্ধি পাবে।

তবেই সিআইএ তাদের এই দুই পেজে অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় তথ্যের ব্যবহারও ঘটাতে পারবে।


বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।