ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় ৭৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ৭, ২০১৪
আফগানিস্তানে বন্যায় ৭৩ জনের প্রাণহানি

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলের দুর্গম বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৭৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে আরও দু’শ মানুষ।

ভেসে গেছে সহস্র গবাদি পশু, গৃহহারা হয়েছে হাজারো মানুষ।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার জানায়, প্রদেশের রাজধানী পুলি খুমরির প্রায় দেড়শ কিলোমিটার উত্তরে গুজারাগাহ-ই নুর জেলায় বন্যায় বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বেশিরভাগ নারী ও শিশুরই প্রাণহানি হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে আরও ২০০ জন।

স্থানীয় কর্মকর্তারা এটাকে ‘ভয়াবহ বিপর্যয়’ আখ্যা দিয়ে বলেছেন, বন্যায় দুই হাজারেরও বেশি বাড়ি ভেসে গেছে। আঞ্চলিক ও জাতীয় মহাসড়কগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে।

বাঘলান প্রদেশের পুলিশ প্রধান আমিনুল্লাহ আমারখেল সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, গুজারগাহ-ই-নূর জেলার চারটি গ্রাম বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলার প্রায় সবগুলো সড়ক ও ব্রিজ-কালভার্টই তলিয়ে গেছে।

হেলিকপ্টারে ত্রাণ পৌঁছানোর জন্য সামান্যতম শুকনো জায়গা নেই বলেও জানান তিনি।

জেনারেল আমারখেল বলেন, বন্যা দুর্গতদের এখন পর্যাপ্ত সুপেয় পানি, ওষুধ ও খাবার দরকার। এটা ‘ভয়াবহ বিপর্যয়’। জনগণ জমি, গবাদিপশু, আবাস সব হারিয়েছে।

দুর্যোগ মোকাবেলায় প্রাদেশিক সরকারের আহ্বানের প্রেক্ষিতে সর্বোচ্চ সহযোগিতায় নেমেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।