ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘কুলি নাম্বার ওয়ান’ হবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ৯, ২০১৪
‘কুলি নাম্বার ওয়ান’ হবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

ঢাকা: শপথগ্রহণের পর ‘কুলি নাম্বার ওয়ান’ হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্তি করেছেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ও তেলুগু ডেসাম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।

নির্বাচনে টিডিপির বিজয়ে নিজেকে উৎসর্গ করেছেন জানিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশকে স্বর্ণরাজ্য, আলোকজ্জ্বল ও জ্ঞানের স্বর্গে পরিণত করতে আমি ‘কুলি নাম্বার ওয়ান’র মতো কাজ করবো।

এ জন্য ‍আমি আমার জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ চাই।

এর আগে, রোববার সন্ধ্যায় রাজ্যের গভর্নর ইএসএল নারাসিহ্মণের কাছে শপথ নেন নাইডু।

শপথ অনুষ্ঠানে বেশ ক’জন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি এবং এনডিএ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাইডুর নতুন রাজ্য সরকারে থাকছেন ১৯ জন মন্ত্রী। এ মন্ত্রিসভায় তিন জন নারী সদস্যও রয়েছেন। এরাও একই অনুষ্ঠানে শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।