ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ড্যান্স বার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪
মুম্বাইয়ে ড্যান্স বার নিষিদ্ধ

ঢাকা: রুপালি শহর মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্রে ড্যান্স বার নিষিদ্ধ করে আইন জারি করেছে রাজ্য সরকার।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার জানিয়েছে, রাজ্য সরকারের মন্ত্রিপরিষদে গৃহীত এ আইন বলিউডের শহর মুম্বাইসহ রাজ্যের অন্য অঞ্চলগুলোতে কার্যকর হবে।



সরকারি সূত্র মতে, এ আইনের মাধ্যমে থ্রি ও ফাইভ-স্টার হোটেলগুলোতে ড্যান্স বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, ২০০৫ সালে মহারাষ্ট্রে ড্যান্স পারফরম্যান্স নিষিদ্ধ ঘোষণা করে মুম্বাই পুলিশ। তবে সেসময়,  থ্রি স্টার কিংবা এর উপরের মানের হোটেলগুলোতে অর্থাৎ অভিজাতদের জন্য নির্ধারিত ড্যান্স বারগুলোর ব্যবসা চালিয়ে যেতে কোনো বাধা নেই।

পুলিশের ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুম্বাই হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে।

আবেদনে বলা হয়, ড্যান্স বারগুলো নারী পাচার ও এ ধরনের অপরাধের জন্য বিশেষভাবে দায়ী। এছাড়া, এ ধরনের বারগুলো তরুণদের অপরাধী বানাতেও দায়ী, একইসঙ্গে ড্যান্স বারগুলো অপরাধীদের অভয়ারণ্য হিসেবেও কাজ করে।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্যে মাত্র ৩৪৫টি বার নিবন্ধন নিলেও ২৫০০টি অনিবন্ধিত বার ব্যবসা করছে।

সরকারের আবেদনের জবাবে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায়ে বলা হয়, মুম্বাই পুলিশের বিধান অনুযায়ী নিষিদ্ধ হওয়া ড্যান্স বারগুলো নিবন্ধন নিলে এগুলোর কর্মীরা ফের কাজ শুরু করতে পারবেন।

যদিও বৃহস্পতিবারের এ আইন জারির খবরে স্থানীয় নারী অধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, জীবন যাপনের অন্য কোনো সুবিধা না দিয়েই সরকার ড্যান্স বারের নৃত্যশিল্পী নারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।