ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিল মিশর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিল মিশর

ঢাকা: অনশনে থাকা আল-জাজিরার সাংবাদিক আব্দুল্লাহ এল-সামিকে মুক্তি দিয়েছে মিশর। গত জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে ১০০ দিনের বেশি অনশনে থাকা এল-সামির স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাকে মুক্তি দেওয়া হয়।



তার সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের আরো ১২ সাংবাদিককে মুক্তি দিয়েছে মিশর।

সোমবার দেশটির জেনারেল প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে তাদের মুক্তি দেওয়া হয়।

অন্যরা হলেন- মোয়াজ আরাফা, ইব্রাহিম এল-শাফে, মাহমুদ আহমেদ, মাহমুদ সালাম, মোহাম্মদ এল-আশরি, আবদেল কাদের হামাদি, খালেদ আবদেল রাজেক, মাহমুদ এল-শাজলি, মোস্তাফা গোমা, ইয়েশার মাহমুদ আবদেল আতিফ, মোহাম্মদ এল-সোয়ি এবং হাসান।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, অনশনে থাকার কারণে আল-জাজিরার সাংবাদিক আব্দুল্লাহ এল-সামির স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। তিনি কায়রোতে ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসি সমর্থকদের ব্যাপক বিক্ষোভ চলাকালে গত বছরের ১৪ আগস্ট গ্রেফতার হন। এ সময় শতাধিক মুরসি-সমর্থক মারা যান।

মিশরের আদালতে কাতারভিত্তিক আল-জাজিরার সাংবাদিক আব্দুল্লাহ এল-সামির বিরুদ্ধে সেই সময় ভাংচুর, দাঙ্গা ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হযেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।