ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহী দমনে মার্কিনি সহায়তা চাইলো ইরাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
বিদ্রোহী দমনে মার্কিনি সহায়তা চাইলো ইরাক ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) বাহিনী দমনে আকাশ পথে মার্কিনি হামলার সহযোগিতা চেয়েছে ইরাক সরকার।

বুধবার ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা চালিয়ে দখল করে নেওয়ার পর ইরাক এ সহযোগিতা চাইলো।



ইরাকে শিয়া জনগোষ্ঠী সরকার গঠন করলেও সে দেশে মুসলিম সুন্নি জনগোষ্ঠী সংখ্যা গরিষ্ঠ।

এদিকে,  সুন্নি জঙ্গি গোষ্ঠী বুধবারই মসুল শহর দখল করে নেয় এবং এরপর তারা বাগদাদ অভিমুখে অভিযান শুরু করে।

অপরদিকে, ইউএস মিলিটারির জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্টিন ডিম্পসে জানিয়েছেন, বিদ্রোহী দমনে  ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিদ্রোহীদের ওপর আকাশ পথে হামলা চালানোর অনুরোধ জানিয়েছে।

তবে ইরাক সরকারের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়া দেবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।

মার্টিন শুধুমাত্র বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বাহিনীকে প্রতিরোধ করা দরকার।

অন্যদিকে, সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি বলেন, মার্কিনিদের আকাশ পথে হামলা বিদ্রোহী বাহিনীর মনোবল ভেঙে দেবে।

এর আগে ইরাকে মার্কিন দূতাবাস রক্ষায় ৩০০ মেরিন সেনা পাঠাতে সম্মত হয় মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।