ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকি বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
ইরাকি বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে

ইরাকের বৃহত্তম তেল সুন্নি জঙ্গিদের কাছ থেকে উদ্ধারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে।

খবর বিবিসি অনলাইন।

একজন সামরিক মুখপাত্র জানান, জিহাদিস্ট ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভ্যান্ট (আইএসআইএস) জঙ্গিদের ক্রমাগত আক্রমণে সরকারি বাহিনী কুলিয়ে উঠতে পারছেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক সরকারের অনুরোধের প্রেক্ষিতে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর ইরাকি বাহিনী এই অভিযান শুরু করে।
গতকাল বুধবার দিন ও রাত মিলিয়ে হামলায় সর্বমোট ৪০ জন নিহত হয়।



গত সপ্তাহে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি শহর দখলে নেয় আইএসআইএস। এরপর রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলের আরো শহর নিয়ন্ত্রণের হুমকি দেয়।

এরমধ্যে গতকাল বুধবার বাগদাদ থেকে ১৩০ মাইল উত্তরে বাইজি শোধনাগার দখলে নেয় জঙ্গিরা। আজ তারা সেখানে কালো পতাকা ওড়ায়। তেল শোধনাগারের ভেতরে শ্রমিকরা আটকা পড়েছেন।

ওই এলাকায় কর্মরত কিছু শ্রমিক জানায়, জঙ্গিরা তেল শোধনাগারের প্রায় পুরোটাই দখলে নিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।