ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
মেক্সিকোয় গণকবরের সন্ধান

মেক্সিকোয় গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর ভারাক্রুজের ওই গণবর থেকে ২৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।



ধারণা করা হচ্ছে, রোগে আক্রান্ত হয়ে অভিবাসীরা কিংবা মাদক নিয়ে সংঘর্ষের জেরে তারা নিহত হতে পারেন।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, শহরের বাইরে ট্রেস উপত্যকায় একটি খামারবাড়ির ওপর গণকবরের সন্ধান পাওয়া যায়। এখনও তদন্তকারী দল কবরটি খনন করছেন। তবে এর বেশি কিছু তারা প্রকাশ করতে চাননি।



স্থানীয় একটি পত্রিকা জানায়, একটি ময়লা রাস্তায় ওপর শকুন বসে থাকতে দেখে মেরিন কর্মকর্তাদের সন্দেহ হয়। তারপর তারা অনুসন্ধান চালিয়ে এই গণকবরের সন্ধান পান।

এলাকাটি ফেডারেল ও স্টেট পুলিশ দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে। হারানো স্বজনদের খোঁজে ওই এলাকায় অনেকে আসতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, আরো মৃতদেহ পাওয়া যেতে পারে।

দীর্ঘদিন ধরে মেক্সিকোয় জেটাস ড্রাগ কার্টেলদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হচ্ছে। তাছাড়া যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য মধ্য আমেরিকান অনেক অভিবাসী এই রুটটি ব্যবহার করে থাকেন।

এর আগেও মেক্সিকোতে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।