ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ২০, ২০১৪
মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতে এবার মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইউনিয়ন মিনিস্টার নিহাল চাঁন মেঘওয়ালের বিরুদ্ধে জয়পুরে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এনিয়ে মেঘওয়াল শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিরোধীরা তার তীব্র সমালোচনা করে পদত্যাগ দাবি করছেন। খবর এনডিটিভি।

ধর্ষণের অভিযোগকারী বিবাহিতা নারী অভিযোগ করেন, ২০১১ সালে মেঘওয়ালসহ কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করেন। সেসময় তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন না। নারীর স্বামীও নাকি তাদের ধর্ষণে সাহায্য করে।

এতিকে মন্ত্রীকে রাজস্থান আদালতে হাজির হতে বলা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসায় পর এটিই সবচেয়ে বড় স্ক্যান্ডাল।

বিরোধী দল কংগ্রেস ও মানবাধিকার কর্মীরা নরেন্দ্র মোদীকে মন্ত্রীকে মেঘওয়ালকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।