ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশরে, রাষ্ট্রপতি সিসির সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২২, ২০১৪
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশরে, রাষ্ট্রপতি সিসির সঙ্গে বৈঠক ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক ‘সারপ্রাইজ’ সফরে মিশরে রাজধানী কায়রোতে পৌঁছেছেন।

তিনি দেশটির নতুন রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধান আবদেশ ফাতাহ্ আল সিসির সঙ্গে বৈঠক করবেন।

খবর: এপি, আলজাজিরা।

এদিকে কেরি মিশরে পৌঁছানোর পর পরই আন্তর্জাতিক একটি গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের বরাত দিয়ে জানিয়েছে, ইতোমধ্যেই মিশরের জন্য দেশটি ৫৭২ মিলিয়ন ডলারের সাহায্য মঞ্জুর করেছে।

মুসলিম ব্রাদাহুডের নেতা মুরসিকে সরিয়ে দেশটির রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন সিসি।

কেরির এই সফরের ভিতর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের এ দেশটির নতুন করে সম্পর্ক স্থাপনের সূচনা ঘটবে বলে মনে করছেন কূটনীতিকরা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ২২, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।