ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-জাজিরার তিন সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
আল-জাজিরার তিন সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড ছবি: সংগৃহীত

মিসরে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম আল-জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। কায়রোর একটি আদালত পিটার গ্রেসটে, মোহাম্মদ ফাহমি এবং বাহের মোহাম্মদ প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড প্রদান করেন।



তাদের বিরুদ্ধে মিসরের নিষিদ্ধ দল মুসলিম ব্রাদারহুডকে সমর্থন ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রমাণ পাওয়া গেছে।

অবশ্য তারা এই অভিযোগ অস্বীকার করছেন। রায় প্রদানকালে তারা কেউই আদালতে ছিলেন না। গত ছয় মাস ধরে তিন সাংবাদিক মিসরে বন্দি আছেন।

এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে তিনজনই উচ্চ আদালতে আপিল করবেন।

অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সাংবাদিকদের বলেন, রায়ে আমি পুরোপুরি হতাশ। বুঝতে পারছি না কিভাবে আদালত এমন রায়ে পৌছতে পারেন।

এক বিবৃতিতে আল-জাজিরা ইংলিশ ভার্সনের এমডি আল অ্যানস্টে বলেন, রায়ে যুক্তি, প্রজ্ঞা এবং ন্যায়বিচার কিছুই প্রকাশ পায়নি।

এই রায়কে মিসরে গণমাধ্যম বাকরুদ্ধ করার আরেকটি চিহ্ন বলে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।