ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
ভারতে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১৫

ঢাকা: ভারতের অন্ধপ্রদেশে গ্যাস অথারিটি অব ইন্ডিয়া লিমিটেডের (জিএআইএল) পাইপ লাইনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়া এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নিতু কুমারী।

শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় হায়দ‍ারাবাদ থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে নগরাম এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের কারণে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে গ্যাস সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


এ ঘটনার কারণ অনুসন্ধান করার আদেশ দিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

জিএআইএল-এর চেয়ারম্যান বিসি ত্রিপাঠী বলেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ মুহূর্তে উদ্ধার কাজে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।