ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৫ সালে নির্বাচনের প্রতিশ্রুতি থাই সামরিক জান্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
২০১৫ সালে নির্বাচনের প্রতিশ্রুতি থাই সামরিক জান্তার

সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে থাইল্যান্ডে সেনাবাহিনী এখন ক্ষমতায়। ক্ষমতা দখল করে তারা রাজনৈতিক সংস্কার, গণতন্ত্র ফিরিয়ে দেওয়াসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিশ্রুতি দিয়েছে ২০১৫ সালের অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়ার।

সেনা প্রধান জেনারেল প্রায়ুথ চান-ওচা এক বক্তৃতায় বলেন, আগামী মাসে মধ্যবর্তী একটি সংবিধান প্রণয়ণ করা হবে। তারপরেই ২০১৫ সালের নির্বাচনের আগ পর্যন্ত ক্ষণস্থায়ী ক্যাবিনেট কাজ করবে।



দীর্ঘ কয়েকমাসের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশিলতার মধ্যে গত ২২ মে সামরিক সরকার ক্ষমতায় বসে। তাদের দাবি, দেশটিতে স্থিতিশিলতা ফিরিয়ে দেওয়ার জন্যই সরকারকে উৎখাত করা হয়েছে। এরকেই ন্যাশনাল কাউন্সিল ফর পিচ এ্যান্ড অর্ডারের নামে সামরিক সরকারের অধীনে দেশ চলছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।