ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেন্নাইয়ে ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
চেন্নাইয়ে ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

ঢাকা: ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে নির্মাণাধীন একটি ১১তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে বলে খবরে বলা হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় চেন্নাই মূল শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে পুরুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে দিয়েছেন।

এ পর্যন্ত একজনের লাশসহ আহত‍াবস্থায় ১২ জনকে উদ্ধার কর‍া হয়েছে।   আহতদের স্থানীয় রামচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‌

ওই ভবনে থাকা ৫০ জন এখনও আটকা আছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভিজয়া শেখর।

তিনি বলেন, হঠাৎ ভবনটি ধসে পড়ে। এখনও কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটসহ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলও পৌঁছেছেন বলে জানান ভিজয়া শেখর।

এদিকে চেন্নাই পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভবন ধসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এক বিবৃতিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।