ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক-সিরিয়ার দখলকৃত অংশে ইসলামী রাষ্ট্র ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
ইরাক-সিরিয়ার দখলকৃত অংশে ইসলামী রাষ্ট্র ঘোষণা

ঢাকা: ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) জঙ্গিরা ইরাক ও সিরিয়ার দখল করা অংশে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছে।

সোয়াত অঞ্চলের দখল করা অংশে এই রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়।

সেই সঙ্গে সব মুসলিমদের জঙ্গিদের নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য জানাতে বলা হয়েছে।

জিহাদিস্ট ওয়েবসাইটের মাধ্যমে এক ঘোষণায় এ কথা জানানো হয়।

ঘোষণায় বলা হয়, আইএসআইএস বাহিনীর দখল করা অংশের নাম পাল্টানো হয়েছে। এই অংশের নাম ‘ইসলামিক রাষ্ট্র’ (ইসলামিক স্টেট) রাখা হয়েছে এবং তাদের নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি সব মুসলিমদের আনুগত্য জানাতে বলা হচ্ছে।

ঘোষণায় উল্লেখ করা হয়, সব মুসলিমের তার (আবু বকর) প্রতি আনুগত্য ও সমর্থন জানাতে বলা হচ্ছে।

এদিকে, আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়া সরকার লড়াই চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে, রাশিয়া ইরাককে সামরিক উড়োজাহাজ দিয়েছে, যা চলমান কোনো বস্তুর ওপর হামলা চালাতে সক্ষম।

এর আগে ইরাক মার্কিন সরকারের কাছে জঙ্গিদের ঘাঁটিতে আকাশ থেকে হামলা চালানোর আবেদন জানায়। অপরদিকে, ইরানও এই জঙ্গিদের বিরুদ্ধে সহায়তা দিতে রাজি আছে বলে রোববার এক ঘোষণায় জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।