ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপির ওপর নজরদারি করেছিল মার্কিন নিরাপত্তা সংস্থা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
বিজেপির ওপর নজরদারি করেছিল মার্কিন নিরাপত্তা সংস্থা!

ঢাকা: ভারতে বর্তমানে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর গোয়েন্দা নজরদারি চালিয়েছিল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।

বিজেপি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ছয়টি রাজনৈতিক দলের একটি, যে দলের ওপর গোয়েন্দাগিরি চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা।



সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

ওয়াশিংটন পোস্ট আরো জানায়, ইউএস ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স  অ্যাক্ট (এফআইএসএ) কোর্ট সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) ছয়টি রাজনৈতিক দলের ওপর গোয়েন্দাগিরির অনুমতি দিয়েছিল। এছাড়াও ১৯৩টি দেশের সরকারের ওপর গোয়েন্দাগিরির অনুমতি দিয়েছিল। এ তালিকায় ভারতের নামও ছিল।

তবে চারটি দেশের ওপর নজরদারির অনুমতি পায়নি জাতীয় নিরাপত্তা সংস্থা- এনএসএ। এ দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এ ছাড়া আরো যে পাঁচটি রাজনৈতিক দলের ওপর নজরদারির অনুমতি পেয়েছিল এনএসএ, সেগুলো হচ্ছ- আমল অব লেবানন, দ্য বলিভিয়ান কন্টিনেন্টাল কো-অর্ডিনেটর অব ভেনেজুয়েলা, দ্য ইজিপ্টসিয়ান  মুসলিম ব্রাদারহুড, দ্য ইজিপ্টিসিয়ান ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট এবং দ্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

এ তথ্য মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ-র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন মারফত ফাঁস হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।