ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বনধের মধ্যে মোদীর জম্মু-কাশ্মীর সফর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
বনধের মধ্যে মোদীর জম্মু-কাশ্মীর সফর ছবি: সংগৃহীত

ঢাকা: বিরোধীদের ডাকা বনধের মধ্যেই সহিংসতাপূর্ণ জম্মু-কাশ্মীরে গিয়ে উন্নয়নের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটাই তার দেশের কো‍থাও ব্যক্তিগত প্রথম সফর।



শুক্রবার সকালে মোদী জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ২৭০ কিলোমিটার দূরে কাটরাতে একটি নতুন রেলপথের উদ্বোধন করেন, যেটি তীর্থযাত্রীদের ভ্রমণে অনেক সুবিধা দেবে।

নতুন এই রেলপথটি হবে উধমপুর থেকে কাটরা পর্যন্ত। সেটি যুক্ত হবে রাজধানী দিল্লির সঙ্গে। খবর: আল-জাজিরা, দ্যা হিন্দু ও এনডিটিভি।

মোদী নতুন এই রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “আমার স্বপ্ন এ অঞ্চলের মানুষের মন জয় করে নেওয়া এবং সেটি আমি উন্নয়নের মাধ্যমেই করতে চাই। ”

এই রেলপথ শুধু স্থানীয়দের জন্যই নয়, বরং ভারতের লাখো লাখো তীর্থযাত্রীর উপকারে আসবে, যোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।

এ সময় তার পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও রেল মন্ত্রী সদানন্দ গৌড়া উপস্থিত ছিলেন।

ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক প্রভাব রয়েছে। তারা প্রধানমন্ত্রীর সফরের বিরোধীতা করে জম্মু-কাশ্মীরে এদিন বনধ ডাকে। ফলে সেখানে বেশকিছু এলাকায় দোকানপাট ও স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এছাড়াও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

প্রধানমন্ত্রী মোদী সেখানে একটি সেনা ছাউনি পরিদর্শন শেষে পাকিস্তান সীমান্ত সংলগ্ন উরি’তে একটি হাইড্রো-ইলেকট্রিক স্টেশনের উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।