ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিম্পাঞ্জির আকার ইঙ্গিত ভাষান্তর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
শিম্পাঞ্জির আকার ইঙ্গিত ভাষান্তর

শিম্পাঞ্জি একে অপরের সঙ্গে যোগাযোগ ও ভাববিনিময় করতে একপ্রকার শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকে। দীর্ঘদিন তা মানুষের কাছে রহস্য ছিল।



তবে সম্প্রতি গবেষকরা দাবি করছেন, তারা শিম্পাঞ্জির ইশারা-ইঙ্গিত ভাষান্তর করতে সক্ষম হয়েছেন।

গবেষকরা জানান, বন্য শিম্পাঞ্জি একে অপরের সঙ্গে ১৯ ধরনের বিশেষ সংকেতের মাধ্যমে ভাববিনিময় করে থাকে।

দীর্ঘদিন বিজ্ঞানীরা উগান্ডায় বিভিন্ন জাতের শিম্পাঞ্জির চলাফেলা পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করে এটি বের করেন।

কারেন্ট বায়োলজি নামে একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণা কর্মের প্রধান ডা. ক্যাথরিন হবেইটার বলেন, শিম্পাঞ্জির ভাষা মানুষের ভাষার মধ্যে অনেকটা মিল আছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।