ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘নিগুরি’র আঘাতে জাপানে ঘরহারা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
‘নিগুরি’র আঘাতে জাপানে ঘরহারা বহু মানুষ

ঢাকা: জাপানের ওকিনাওয়া দ্বীপে শক্তিশালী  সামুদ্রিক ঝড় বা টাইফুনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত দ‍ুইজনের প্রাণহানিসহ বহু মানুষের গৃহহারা হওয়ার খবর পাওয়া গেছে।



এ ঘটনায় শতাধিক ফ্লাইট বাতিল এবং ওই অঞ্চলে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে দেশটির সরকার।

কয়েক যুগের মধ্যে সবচেয়ে প্রচণ্ড সামুদ্রিক ঝড় ‘নিগুরি’ এখন কাগোশিমা জেলার দিকে এগিয়ে আসছে।

দুর্যোগ মোকাবেলায় জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছেন।

একই সঙ্গে প্রচণ্ড বর্ষণ, শক্তিশালী হাওয়া, উঁচু ঢেউ ও ব্যাপক ঝড়ের সম্ভাবনায় জরুরি সতর্কতা সংকেত অব্যাহত রেখেছে দেশটির আবহাওয়া অফিস।

ওকিনওয়ার কেন্দ্রীয় শহর ছাতানের বাসিন্দা টাকোরু ‍ওগাউ সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের বাড়ি-ঘরে বিদ্যুৎ এবং পানির লাইন বিচ্ছিন্ন রয়েছে, তবে গ্যাস এখনও রয়েছে। টাইফুনে এ আমাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুমানুষের ঘরবাড়ি লণ্ড-ভণ্ড হয়ে গেছে।

বুধবার সরকারি প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এ পর্যন্ত ৭০ হাজার পরিবারে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে ওকিনাওয়ায় আসা যাওয়ার সবগুলো ফ্লাইট বাতিল করে দিয়েছে বিমান কোম্পানিগুলো। বিভিন্ন দ্বীপের মধ্যে যাতায়তকারী ফেরিও যাত্রা বন্ধ রেখেছে।

কর্মকর্তারা বলছেন, সামুদ্রিক ঝড় জাপানের অন্যান্য অংশের জনজীবনকেও প্রভাবিত করতে পারে।

দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইশোহিদে সুগা বলেন, টাইফুনে বড় ধরনের ক্ষতি কিংবা হতাহতের খবর আমরা পাইনি। তবে নাগরিকদের দুযোর্গ মোকাবেলা ও সার্বক্ষনিক নজর রাখতে প্রধানমন্ত্রী শিনবে অ্যাবে নির্দেশ দিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওকিনাওয়া দ্বীপে মার্কিন বিমানঘাঁটি রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।