ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে স্কুল বাস খাদে, ১১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
চীনে স্কুল বাস খাদে, ১১ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের পূর্বাঞ্চল হুনান প্রদেশে কিন্ডারগার্টেনের বাস খাদে পড়ে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

বেইজিং স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই অঞ্চলের একটি পাহাড়ি গ্রামের পথে এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে ওই কিন্ডারগার্টেনের ৮ শিক্ষার্থী, দুই শিক্ষক এবং চালক রয়েছেন।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, শিশুদের কিন্ডারগার্টেন থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে হুনানের রাজধানী চাংসার কাছাকাছি পাহাড়ি রাস্তার পাশে স্কুলবাসটি খাদে পড়ে যায়।

এদিকে খবর পেয়ে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে শুক্রবার সকাল পর্যন্ত ৮ শিশুসহ ১১জনের লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।   কেননা ওই মিনি ভ্যানে ৭জনের সিট ছিল। সেখান থেকে ইতোমধ্যে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত এক শিশুর বাবা বলেন,‘কিন্ডার গার্টেনের বাসটিতে অতিরিক্ত যাত্রী নেওয়অর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ’

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।