ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিউবা সফরে পুতিন, কাস্ত্রোর সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
কিউবা সফরে পুতিন, কাস্ত্রোর সঙ্গে বৈঠক

ঢাকা: একদিনের সফরে কিউবায় গিয়ে দেশটির সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন  রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

শুক্রবার এ সফরের সময় পুতিন বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গে বিশ্ব রাজনৈতিক-অর্থনেতিক পরিস্থিত নিয়ে আলোচনা করেন।

তারা নিজেদের মধ্যে ঘণ্টাখানেক আলোচনা করেন।

২০০৬ সালের জুনে নিজের ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা দিয়ে অবসরে যান ফিদেল। কিন্তু এখনো তিনি দেশটির অর্থনৈতিক-রাজনৈতিক সম্পর্ক বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

কিউবার সংবাদ মাধ্যম এ ব্যাপারে কিছু না জানালেও মস্কোর বরাত দিয়ে এ খবর দিয়েছে সিংহুয়া।

পুতিন এদিন বিগত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে কিউবাতে কর্তব্যরত নিহত সোভিয়েত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জনান।


সেই ‘স্নায়ুযুদ্ধের’ সময়ে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের অদূরের দ্বীপরাষ্ট্র কিউবাকে অর্থনেতিক-সামরিকসহ নানাভাবে সহযোগিতা করে। সেই সময়েই মস্কো কিউবাকে ৩৫ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেয়।

পুতিন এমন একটি সময়ে হাভানা সফরে আসলেন যখন কিউবার কাছে পাওনা ‌এই ঋণের ৯০ শতাংশই ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। বাকি ১০ শতাংশ ঋণ কিউবা আগামী ১০ বছরে পরিশোধ করবে।

কিউবা থেকে পুতিন আর্জেন্টিনা গিয়েছেন। সেখান থেকে রোববার যাবেন ব্রাজিলে। সেখানে তিনি বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে চলতি বিশ্বকাপের ফাইনাল খেলা দেখবেন।

এছাড়াও তিনি সেখানে ষষ্ঠ পাঁচ জাতি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনে (বিআরআইসিএস) অংশ নেবেন। সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের উত্তর-পূর্ব শহর ফোর্টাজিলাতে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।