ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি ড্রোন ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
ফিলিস্তিনি ড্রোন ধ্বংসের দাবি ইসরায়েলের ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পাঠানো একটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

সোমবার এক টুইটার বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে আসা একটি ড্রোনকে দক্ষিণাঞ্চলীয় নগরী আসদোদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্বারা ভূপাতিত করা হয়েছে।

স্থানটি গাজা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

 

সাত দিন আগে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এই প্রথম কোনো ফিলিস্তিনি ড্রোনকে ভূপাতিত করলো ইসরায়েল।

 

হামাস জানিয়েছে বিশেষ অভিযানের অংশ হিসেবে তারা ইসরায়েলের অভ্যন্তরে বেশ কিছু ড্রোন পাঠিয়েছে।

 

গাজায় ইসরায়েলি হামলায় গত সাতদিনে ১৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ২৯টি শিশু এবং ১৯ জন নারী। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ২৩০ জন। এ ছাড়া জাতিসংঘের শিবিরে আশ্রয় নিয়েছে ১৭ হাজার মানুষ।

 

হামলার জবাবে হামাস গত কয়েকদিনে ইসরায়েলের ভেতর প্রায় এক হাজার রকেট নিক্ষেপ করেছে, অবশ্য এসব রকেট হামলায় ইসরায়েলের তরফে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এদিকে সোমবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজার উপকূলে অবস্থিত হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

 

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।