ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল-হামাসের ৫ ঘণ্টার যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
ইসরায়েল-হামাসের ৫ ঘণ্টার যুদ্ধবিরতি

ঢাকা: গাজায় ইসরায়েলি বোমা হামলার নবম দিনের মাথায় ৫ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রণকারী হামাস।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা বোমা হামলা বন্ধ রাখবে।

এ সময়ের মধ্যে যাতে গাজার অধিবাসীরা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারে।

হামাসের মুখপাত্র সামি আবু জুখরি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এই সময়ে তারাও রকেট হামলা বন্ধ রাখবেন।

এদিকে, গাজার সরকারি সূত্র জানিয়েছে ইসরায়েলের হামলায় নয় দিনে অন্তত ২২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এবং ইসরায়েলের মাত্র এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ইসরায়েল সেনবাহিনীর কর্মকর্তা ব্রিগ জেন ইয়োভ মরডেচাই বিসিবি আরবকে বলেছেন, তারা এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জাতিসংঘ ও অন্যান্য আস্তর্জাতিক সংস্থার অনুরোধে।

তবে ইসরায়েল হামাসকে সতর্ক করে বলেছে, এ সময়ের মধ্যে যদি গাজ‍া থেকে ইসরায়েল অভিমুখে লাঞ্চার বা রকেট ছোড়া হয় তবে তার দাতভাঙা জবাব দেওয়া হবে।

এদিকে, বুধবার ইসয়ালের হামলার গাজা শহরের সমুদ্র উপকূলে খেলার সময় চার শিশুর মৃত্যু হয়। নিহত ২২০ জনের মধ্যে তিন চতুর্থাংশই নারী ও শিশু।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।