ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের আবাসিক এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি দেশটির অগ্নিনির্বাপন বিভাগের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, গত এপ্রিলে ডুবে যাওয়া ফেরির উদ্ধার কার্যক্রমে সহায়তা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারে থাকা ৫ ক্র’র সবাই নিহত হয়েছেন।

এদিকে, বিধ্বস্তের ঘটনায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষের আঘাতে এক স্কুল শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন আশপাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুই ইঞ্জিন বিশিষ্ট চপার হেলিকপ্টারটির নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস হেলিকপ্টারস।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।