ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

ঢাকা: গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও স্থানীয় সামরিক সংগঠন হামাস। যুদ্ধবিরতির ব্যাপারে মিশরের প্রস্তাবনায় দু’পক্ষ সম্মতি জানিয়ে বহুল প্রতীক্ষিত চুক্তিতে পৌঁছানোয় ‍গাজা অঞ্চলে ১০ দিনব্যাপী প্রাণঘাতী অভিযানের সমাপ্তি ঘটতে যাচ্ছে।



দু’পক্ষের যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

বার্তা সংস্থা বিবিসি জানায়, ইসরায়েলি মুখপাত্রের মতে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

অবশ্য, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে হামাসের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য না করা হলেও জানানো হয়েছে, মিশরে দু’পক্ষের ‍আলোচনার পর চুক্তিতে পৌঁছানোর কথা রয়েছে।

গত ৮ জুলাই দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী ছিল। হামাসের রকেট হামলায় নিহত হয় এক ইসরায়েলিও।

হামাসের রকেট হামলার জবাবেই ইসরায়েল নয় দিন আগে সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়।

অন্যদিকে জাতিসংঘ জানায়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক।

ইসরায়েলের দাবি, বেসামরিক লোকজনের ছদ্মবেশে সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছে হামাস। আর তারা হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করেই আকাশপথে হামলা চালিয়েছে।

এ যুদ্ধবিরতি চুক্তির খবর দেওয়ার আগে সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসরায়েলি হামলার নবম দিনের মাথায় পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, একইসময়ে কোনো ধরনের রকেট হামলা না করার ব্যাপারে সম্মত হয়েছে হামাসও।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা বোমা হামলা বন্ধ রাখবে। গাজার অধিবাসীরা যেন প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সরে যেতে পারেন- সেজন্য এ পাঁচ ঘণ্টা যুদ্ধবিরতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।