ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা ঠেকাতে ১০ ঘণ্টা লড়াই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
পাকিস্তানে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা ঠেকাতে ১০ ঘণ্টা লড়াই

ঢাকা: পাকিস্তানে ১০ ঘণ্টা লড়াইয়ের পর রক্ষা পেলো প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবন।

বুধবার লাহোরে রাতভর লড়াইয়ে এক পুলিশ সদস্যসহ এক জঙ্গি নিহত হয়েছেন।

এ ছাড়া অন্য এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা সুজা খানজাদা সংবাদমাধ্যমকে জানান, লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনের কাছে একটি ভবন থেকে হামলার আগমুহূর্তে পুলিশ অভিযান চালায়।  

প্রদেশিক আইনমন্ত্রী রানা মাসুদ কর্তৃপক্ষকে জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ প্রধানমন্ত্রীর বাসভবনের কাছের একটি বাড়িতে অভিযান চালায়। ১০ ঘণ্টা ধরে চলা এ অভিযানে এক পুলিশ কর্মকর্তা ও এক জঙ্গি নিহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ব্যাপক পরিমাণ বিস্ফোরক দ্রব্য, আত্মঘাতী পোশাক, অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে জঙ্গিরা সংখ্যায় কত ছিল বা কারা এ হামলার প্রস্তুতি নিয়েছিল, সে বিষয়ে প্রাদেশিক মন্ত্রী কিছু বলেননি।

এদিকে, সরকারি কর্মকর্তা সুজা খানজাদা জানান, জঙ্গিদের স্বর্গরাজ্য উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিবিরোধী অব্যাহত অভিযানের পরিপেক্ষিতে এ হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।