ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ-ইউক্রেন আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
রুশ-ইউক্রেন আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা

ঢাকা: ইউক্রেন-রাশিয়া সীমান্তের আকাশসীমা এড়িয়ে চলতে এয়ারলাইন্সগুলোর প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ (এফএএ)।

বৃহস্পতিবার ২৯৮ আরোহীসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইটটি ‘ভূপাতিত’ হওয়ার পর এ সতর্কতা জারি করলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানটি।



এফএএ’র পক্ষ থেকে বলা হয়, এমএইচ১৭ ফ্লাইট ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো স্বেচ্ছায় ইউক্রেন-রুশ সীমান্তের আকাশসীমা এড়িয়ে চলতে একমত হয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এফএএ।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার শুরু থেকেই ওই অঞ্চলের আকাশপথ বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়ে।

গত মার্চের শেষ দিকে রাশিয়ার সরকার ঘোষণা করে, তারা কৃষ্ণ সাগর ও আরব সাগরের ওপরের আন্তর্জাতিক আকাশসীমাসহ ক্রিমিয়ার আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়েছে।

রুশ সরকারের এ দাবির পর ক্রিমিয়া উপদ্বীপ অঞ্চলের ২৯,০০০ ফুট নিচ দিয়ে কোনো উড়োজাহাজ চলাচলে পাল্টা নিষেধাজ্ঞা জারি করে ইউক্রেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, আলোচিত ক্রিমিয়া অঞ্চলের কর্তৃত্ব নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টির পর গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলোর ওপর ওই অঞ্চলের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা ‍আরোপ করে এফএএ।

ওই আকাশসীমা নিয়ে উভয়পক্ষই পাল্টাপাল্টি নিয়ন্ত্রণের দাবি করায় গত এপ্রিলেই এ অঞ্চলের রুট ব্যব‍হারে সতর্কতা জারি করে জাতিসংঘের বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও)।

শঙ্কা থেকেই ওই অঞ্চলের রুট ব্যবহারে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির কেন্দ্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষও (এফএএ)। অবশ্য এয়ার-ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত উদ্বেগও কাজ করে এফএএ’র  সিদ্ধান্তের গ্রহণের ক্ষেত্রে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এই এলাকায়ই মালয়েশিয়ান উড়োজাহাজ এমএইচ১৭ ‘ভূপাতিত’ হয়। এতে থাকা ২৮৩ যাত্রী ও ১৫ জন ক্রুসহ প্রায় ৩০০ লোকের মৃত্যু হয়েছে বলে ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।