ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসআইএস জঙ্গি হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
সিরিয়ায় আইএসআইএস জঙ্গি হামলায় নিহত ১০০

ঢাকা: সিরিয়ায় একটি গ্যাস ক্ষেত্র দখল নিতে দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) জঙ্গি সদস্যরা হামলা চালালে সেখানে অবস্থানরত ১০০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে সরকারি সৈন্য, গ্যাস ক্ষেত্রে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীও রয়েছেন।



শুক্রবার আইএসআইস জঙ্গিরা সেনা চেকপয়েন্টে আক্রমণ করলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে আইএসআইএস জঙ্গিদের কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গি হামলায় ১১৫ জন নিহত হয়েছেন।


এদিকে, এক প্রত্যক্ষদর্শী বেইবারেস তেলওয়ারী জানান, আইএসআইএস জঙ্গিরা মরুভূমির পালমিরা অঞ্চলের শায়ের গ্যাস ক্ষেত্রটি দখল করে নিয়েছে।

এখন পর্যন্ত সিরিয়া সরকার এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হোমস-এর এক কর্মকর্তা বলেন, তাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই।

এর আগে আইএসআইএস জঙ্গিরা তেলসমৃদ্ধ দেইর এল-জৌর-এর পূবাঞ্চল দখল করে নেয়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।