ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ১২ দিনে নিহত ৩১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
গাজায় ১২ দিনে নিহত ৩১৯

ঢাকা: ফিলিস্তিনের দক্ষিণ গাজায় শনিবার দুপুর পর্যন্ত ১২ দিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১৯ জনে দাঁড়িয়েছে। প্রথম ১০ দিন বিমান হামলার পর বৃহস্পতিবার দিনগত রাত থেকে স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী।



গাজার এক মেডিকেলকর্মী সংবাদ মাধ্যমকে জানান, খান ইউনিস শহরের একটি বাড়ি থেকেই শনিবার পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে আরও ছয়টি লাশ পাওয়া যায়।

এর আগে, শুক্রবার আহত হওয়ার পর আরও সাত জন মারা যায় বলে জানান জরুরি সেবা প্রতিনিধি আশরাফ-আল-কুদরা।

কুদরা বলেন, একটি মসজিদের পাশে ওই সাত ব্যক্তির মৃত্যুর পর উদ্ধারকর্মীরা এগিয়ে আসেন। এর মধ্যে তিনজন ছিলেন একই পরিবারের। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন।

বৃহস্পতিবার রাত থেকে ট্যাংক-আর্টিলারি নিয়ে স্থল হামলা শুরুর পর শনিবার পর্যন্ত গাজা উপত্যকায় হামলার তীব্রতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহত ৩১৯ জনের মধ্যে ৭২ শিশু, ২৪ নারী ও ১৮ জন বয়োবৃদ্ধ ছিলেন। এছাড়া, আহত হয়েছেন প্রায় ২৩শ’ ফিলিস্তিনি।

এদিকে গাজা পরিস্থিতি নিয়ে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আলাপে ইসরায়েলের ‘আত্মরক্ষার’ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে গাজা উপত্যকায় সাধারণ মানুষ, নারী ও শিশু মৃত্যুর ঘটনায় নেতানিয়াহুকে ‘সতর্ক’ করেছেন ওবামা।

ওবামা বলেন, কোনো দেশই তার সীমান্তে রকেট হামলার মতো বিষয় মেনে নিতে পারে না।

তিনি বলেন, এর মধ্যে যুক্তরাষ্ট্র ও আমাদের বন্ধুরা গাজায় সাধারণ মানুষ, নারী ও শিশু মৃত্যুর ঘটনায়ও উদ্বিগ্ন।

এই অবস্থার মধ্যেই শনিবার গাজায় সফরের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের।

বান কি-মুনের এ সফরের উদ্দেশ্য হলো- ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ‘সংঘাত দূর করে একটি শান্তির পথ’ তৈরির চেষ্টা করা।

** হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, ওবামার সতর্কতা

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।