ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিধ্বস্ত উড়োজাহাজ, রঙিন ছবি সাদাকালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
বিধ্বস্ত উড়োজাহাজ, রঙিন ছবি সাদাকালো

ঢাকা: বৃহস্পতিবার মহাবিপর্যয়ের ‍রাতে নিষ্ঠুর বিশ্বকে বিদায় জানিয়েছে ২৯৮টি তাজা প্রাণ। ইউক্রেন-রুশ সীমান্তের আকাশসীমা থেকে ভূপাতিত হওয়ায় উড়োজাহাজটির ২৯৮ আরোহীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সাদাকালো হয়ে গেছে তাদের আনন্দ-উচ্ছ্বাসের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখা রঙিন ছবিগুলো।



যুক্তরাজ্যভিত্তিক একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রকাশিত এ রকম কিছু রঙিন থেকে সদ্য সাদাকালো হওয়া ছবি বাংলানিউজের পাঠকদের জন্য উপস্থাপিত হলো।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮০ জনই ছিল শিশু। ঝরে গেছে ক’দিন আগেই জন্মদিন পালন করা অস্ট্রেলিয়ান ইভি (বাম পাশে) মো (মাঝে) এবং অতিস মাসলিন (ডানে) নামে তিনটি ফুলের মতো শিশুর প্রাণ।

চির দিনের জন্য ছবি হয়ে গেছে ইন্দোনেশিয়ান একটি পরিবার। রঙিন ছবিতে চিরতরে বন্দি হয়ে যাওয়া জন পলিসেন, তার স্ত্রী ইউলি হাস্তিনি এবং দুই শিশু মার্টিন আরজুনা (৫) ও শ্রী পলিসেন (৩) আর কোনোদিন এ রকম হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছবি তোলার সুযোগ পাবেন না।

প্রিয় স্কুটারে চড়ে আর কখনো দূরন্ত রেসিং করা হবে না যুক্তরাজ্যের লাভরাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী বেন পককের। মালয়েশীয় উড়োজাহাজ তাকে চির আড়াল করে ফেলেছে বন্ধুর ক্যামেরার সামনে থেকেও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যস্ত অধিবেশনে আর ব্যস্ততম সময় পার করতে দেখা যাবে না জাতিসংঘের কর্মকর্তা ৪৯ বছর বয়সী গ্লেন থমাসের।

প্রিয় বাইকটি নিয়ে আর রেসিংয়ে নামা হবে না মালয়েশিয়ান এয়ারলাইন্সের সবচেয়ে বিশ্বস্ত পাইল ইয়োজেনে চো জিন লিওংয়ের।

পুরো বিশ্ব হতবাক প্রকৃতি অথবা মনুষ্যসৃষ্ট এ বিপর্যয়ে। এখন কেবল আত্মার শান্তি কামনায় অশ্রু ঝরানো ছাড়া আর কোনো কিছু করতেই যেন অক্ষম হয়ে পড়েছে বিশ্ব।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।