ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বন্দুকধারীর গুলিতে ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
মিশরে বন্দুকধারীর গুলিতে ২০ সেনা নিহত সংগৃহীত

ঢাকা: মিশরের পশ্চিমাঞ্চলের একটি সেনা তল্লাশি কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন।



স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, রাজধানী কায়রোর ৩৯০ মাইল পশ্চিমে মরুভূমি এলাকার তল্লাশি কেন্দ্রটিতে ভারি মেশিনগান ও গ্রেনেড লাঞ্চার নিয়ে এ হামলা চালায় তিন বন্দুকধারী।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, সুদান ও লিবিয়ার সীমান্তবর্তী ওয়াদি আল-জাদিদ প্রদেশের ফারারা-কায়রো মহাসড়ক দিয়ে অস্ত্র চোরাচালানির সময় বন্দুকধারীরা এ হামলা চাল‍াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত চোরাকারবারীরা লিবিয়া থেকে মিশরে অস্ত্র চালান করছিল।

একবছর আগে ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এ ধরনের সশস্ত্র অবস্থান নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।