ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাকছে না এমএইচ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
থাকছে না এমএইচ১৭

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হওয়া মালয়েশিয়ার উড়োজাহাজ এমএইচ১৭ ফ্লাইট আর থাকছে না। আমস্টারডাম-কুয়ালালামপুর রুটে আগের মতো নিয়মিত ফ্লাইট থাকলেও পরিবর্তন আনা হয়েছে ফ্লাইটের নামে।

নতুন ফ্লাইটের নাম এমএইচ১৯।

রোববার মালয়েশিয়া এয়ারলাইনস এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর ইয়াহু।

বিবৃতিতে বলা হয়,  আমস্টারডাম-কুয়ালালামপুর ফ্লাইটের কোনো পরিচয় বহন করার জন্য এখন থেকে আর এমএইচ১৭ ব্যবহার করা হবে না।

গত বৃহস্পতিবার ক্রু’সহ ২৯৮ জন যাত্রী নিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দোনেৎস্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় উড়োজাহাজটি ভূপাতিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।