ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এমএইচ১৭’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ভারতীয় প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
এমএইচ১৭’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ভারতীয় প্লেন

ঢাকা: ভূপাতিত মালয়েশিয়ান উড়োজাহাজ এমএইচ১৭’র সঙ্গে পাশ দিয়ে উড়ে যাওয়া একটি এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ যোগাযোগের চেষ্টা করেছিল। তবে দুর্ভাগ্যবশত যোগাযোগ করা যায়নি।



ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাশিয়া লাগোয়া সীমান্তে ‘ভূপাতিত’ এমএইচ১৭ উড়োজাহাজের পাইলটের সঙ্গে প্রায় ২৫ কিলোমিটার দূর দিয়ে যাওয়া ভারতীয় উড়োজাহাজটির পাইলট যোগাযোগের চেষ্টা করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজের পাইলটকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ উড়োজাহাজের সঙ্গে যোগাযোগের জন্য ইউক্রেন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়। কিন্তু তিনি এমএইচ১৭’র সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজটি দিল্লি থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম যাচ্ছিল। পরবর্তী সময়ে উড়োজাহাজটি ‘ভূপাতিত’ হওয়ার খবর শুনে এয়ার ইন্ডিয়ার ওই পাইলট হতভম্ব হয়ে যান।

সাধারণত, উড্ডয়নকালে কোনো উড়োজাহাজের যদি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে কাছাকাছি দূরত্বে থাকা অন্য উড়োজাহাজের পাইলট ওই উড়োজাহজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

তবে মালয়েশীয় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগের ব্যাপারে এয়ার ইন্ডিয়ার কোনো কর্মকর্তা কিছু বলতে রাজি হননি।

গত ১৭ জুলাই রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী উড়োজাহাজটি ২৯৮ আরোহী নিয়েই ‘ভূপাতিত’ হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।