ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হতাহতে হতাশ কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
গাজায় হতাহতে হতাশ কেরি

গাজায় ইসরায়েলি নৃশংসতার বেসামরিক লোকজন নিহতের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি একইসঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তিতে সাড়া না দেওয়ার জন্য ফিলিস্তিনি নেতাদের তীব্র সমালোচনা করেন।

খবর নিউইয়র্ক টাইমস।

 এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গাজায় হামলায় নিন্দা জানিয়েছে।

সোমবার ইসরায়েলি আগ্রাসনের হামলার চতুর্দশ দিনে গাজায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ১৪ দিন আগে হামলা শুরুর পর গতকাল রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এদিন বিমান ও স্থল হামলায় নিহত হয় শতাধিক। আর গাজার রকেট হামলায় নিহত হয় ১৩ জন ইসরায়েলি। এ নিয়ে মোট ২০ জন ইসরায়েলি নিহত হলো যাদের মধ্যে ১৮ জনই সেনা।

এদিকে সোমবার থেকে শান্তি আলোচনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন কেরি। প্রথমেই তিনি মিশর সফর শুরু করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে হামলা বন্ধ করে শান্তি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছে দুই পক্ষকেই।

সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, ‘আমি নৃশংসতার নিন্দা জানাই। ইসরাইলের সংযত হওয়া উচিত’

জাতিসংঘ মহাসচিবের অফিস সূত্র জানায়, বান কি মুন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য মধ্যপ্রাচ্যে গেছেন।

তিনি রোববার কাতারে পৌছেছেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব কুয়েত সিটি, কায়রো, জেরুসালেম, রামাল্লা ও আম্মানে যাবেন।

এসময় তিনি ইসরাইল-ফিলিস্তিত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য আলোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে বিবিসি আরবি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু হামলায় গাজায় বেসামরিক লোকজন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

অন্যিদেক জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনির রাষ্ট্রদূত  রিয়াজ মানসুর হামলার দায় জাতিসংঘকে দায় নিতে হবে বলে মন্তব্য করেন।

এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রিয়াজ মানসুর বলেন, ফিলিস্তিনিরা যদি জাতিসংঘে তাদের দাবি নিয়ে না যেতে পারে তাহলে ন্যায়বিচারের জন্য তাদের কোথায় যাওয়া উচিৎ?

অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনে জাতিসংঘ রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।