ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসন

ফিলিস্তিনে প্রাণহানি ৬৯৭ জনে উন্নীত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
ফিলিস্তিনে প্রাণহানি ৬৯৭ জনে উন্নীত

ঢাকা: গাজায় ইসরায়েলি আগ্রাসনে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫১৮ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।



নিহতদের মধ্যে ১৭০টি শিশু ও ৮৬ জন নারী। গত ৮ জুলাই শুরু হওয়া এ হামলার ১৭তম দিন বৃহস্পতিবার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও অন্তত ৬টি স্কুলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

গাজায় সংঘাত বন্ধে মিশরীয় যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে হামাস এর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।