ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজশাহীতে আয়কর দিবসে ৩০ করদাতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
রাজশাহীতে আয়কর দিবসে ৩০ করদাতাকে সম্মাননা

রাজশাহী: জাতীয় আয়কর দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহানগরের ভেড়িপাড়ায় রাজশাহী কর অফিস থেকে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে চলতি কর বছরে সিটি করপোরেশনসহ রাজশাহী কর অঞ্চলের পাঁচ জেলার সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা হিসেবে ৩০ জনকে সম্মাননা দেওয়া হয়।

রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য লোকমান চৌধুরী, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হাফিজ আহম্মেদ মুর্শেদ।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পরিচয়পত্র প্রদানের দাবি জানান সম্মাননাপ্রাপ্ত করদাতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।