ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে পোলিও কর্মকর্তাদের ওপর আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
পাকিস্তানে পোলিও কর্মকর্তাদের ওপর আবারও হামলা

ঢাকা: বারবার হামলার কারণে মাঝখানে অনেকটা সময় বন্ধ ছিল পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি। নতুন করে সোমবার এই কর্মসূচি শুরু হলে আবারো হামলার ঘটনা ঘটেছে।

এতে বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিসের এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার বেলুচিস্তানের পিশিন জেলায় এ ঘটনা ঘটে। ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক লেভিসের এক কর্মকর্তা জানান, বন্দুকধারী পোলিও টিমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পোলিও কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা লেভিস সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে পোলিও কর্মকর্তারা অক্ষত আছেন। তারপর দুর্বৃত্তরা দ্রুত এলাকা থেকে সটকে পড়েন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগ পোলিও বিরোধী কর্মসূচি পরিচালনা করে আসছেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।