ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ও মাউন্ট সিঞ্জার শহরে দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনীর অবস্থান লক্ষ করে আকাশপথে সামরিক জেট প্লেন থেকে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আগস্ট মাসের পর এই প্রথম সরাসরি আইএস বাহিনী লক্ষ করে বোমা হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে, আইএস নিয়ে আলোচনায় প্রতিবেশ দেশ ইরানকে আমন্ত্রণ না জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরাক।
প্যারিসে ৩০টি দেশ মার্কিন নেতৃত্বে আইএস জঙ্গি বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর অভিযানে একমত হয়েছে। তবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফরি ইরানকে আমন্ত্রণ না জানানোর জন্য পাশ্চাত্যের দেশগুলো দায়ী করেছেন।
তবে যুক্তরাজ্য জানিয়েছে, আইএস জঙ্গি বাহিনী দমনে তারা সামনের সারিতে থাকবে।
সংবাদমাধ্যম জানায়, সোমবার ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে ইরাকি বাহিনীর সমর্থনে এবং আইএস জঙ্গিদের হামলা থেকে সরকারি বাহিনীকে সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আইএস জঙ্গি বাহিনীর ওপর সামরিক জেট প্লেন থেকে হামলা চালিয়েছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এবারই প্রথম আইএস বাহিনীর অগ্রযাত্রাকে ঠেকাতে মার্কিনি সামরিক জেট প্লেন থেকে তাদের ওপর সরাসরি বোমা হামলা চালিয়েছে। এর আগে আগস্ট মাসে মার্কিনি নাগরিক, দূতাবাস কর্মকর্তা এবং ইরাকি শরণার্থীদের সহায়তায় মার্কিনি সামরিক জেট থেকে আইএস জঙ্গিদের ওপর বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি, সে দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস জঙ্গি দমনে যে পরিকল্পনা করেছেন, সোমবারের আকাশপথে হামলা সে পরিকল্পনারই অংশ।
বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪