ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে তালেবান হামলায় ৮ বিদেশি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
কাবুলে তালেবান হামলায় ৮ বিদেশি সেনা হতাহত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান হামলায় প্রাণ হারিয়েছে তিন বিদেশি সেনা। পাশাপাশি আহত হয়েছে আরও ৫ জন।



মঙ্গলবার সকালে কাবুলস্থ মার্কিন দূতাবাসের কয়েকশ’ গজ দূরে আফগানিস্তান মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সেনাদের বহনকারী একটি কনভয় লক্ষ্য করে এই গাড়ি বোমা হামলা চালায় এক আত্মঘাতী তালেবান যোদ্ধা।
 
কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফরিদ আফজালাই জানিয়েছেন বিদেশি সেনারাই ছিলো এই হামলার টার্গেট। তবে হতাহত সেনাদের পরিচয় নিশ্চিত সম্ভব হয়নি।

বিস্ফোরণস্থলের ঠিক পাশেই আফগানিস্তানের সুপ্রিম কোর্ট ভবন অবস্থিত। বিস্ফোরণে সেনা কনভয়ের একটি গাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ছয়টি গাড়ি।

এ ঘটনার দায়িত্ব স্বীকার করে তালেবানরা জানিয়েছে আফগানিস্তানে দখলদার বিদেশি বাহিনীকে বিতাড়ন না করা পর্যন্ত তাদের লড়াই চলতেই থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪


  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।