ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসআইএসের প্রামাণ্যচিত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
আইএসআইএসের প্রামাণ্যচিত্র প্রকাশ

ঢাকা: দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী তাদের ইতিবাচক ভাবমূর্তির জন্য ৫৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে।

তাদের কট্টর অবস্থানের কারণে বিশ্বজুড়ে তাদের নেতিবাচক প্রভাব তৈরি হয়।

এরই পরিপ্রেক্ষিতে তারা এ প্রামাণ্যচিত্র তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

তারা এই প্রামাণ্যচিত্রের নাম দিয়েছে- ‘ফ্লেমস অব ওয়্যার: ফাইটিং হ্যাজ জাস্ট বিগান’।

প্রামাণ্যচিত্রটির ট্রেইলারের প্রথমেই দেখা যায়, আইএস বাহিনী প্রতিপক্ষের ট্যাংক, গাড়িবহর উড়িয়ে দিচ্ছে। তাদের ছোড়া রকেট লাঞ্চারে প্রতিপক্ষ বাহিনীর সদস্যরা আগুনে পুড়ে যাচ্ছে।  

এ ছাড়া দেখা যায়, সিরিয়ার সরকারি বাহিনীর আটক সদস্যরা নিজেদের খবর নিজেরাই খুঁড়ছে এবং কবর খোঁড়ার পর তাদের গুলি করে মারছে আইএস জঙ্গি বাহিনীর সদস্যরা।

এর আগে মুখোশ পরা এক আইএস সদস্য উত্তর আমেরিকার উচ্চারণে ভিডিও ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, আমরা এখানে এসেছি বাশার বাহিনীর সদস্যদের নিয়ে। তোমরা দেখতে পাবে, তারা নিজেরা নিজেদের কবর খুঁড়ছে এবং তাদের শেষ অবস্থান এখানেই হবে।

ভিডিও চিত্রে দেখা যায়, কোদাল হাতে অনেকেই গর্ত খুঁড়ছেন। এ সময় মুখোশধারী ব্যক্তি বলেন, এখন তারা যেখানে আছে, সেটাই তাদের শেষ ঠিকানা।

এরপর আরেকটি দৃশ্যে দেখানো হয়, সিরিয়ার সরকারি বাহিনী সারিবদ্ধভাবে হাঁটু গেড়ে বসে আছেন। এক সময় তাদের গুলি করে হত্যা করা হয়।

এ সময় মুখোশপরা সেই ব্যক্তি বলেন, যুদ্ধের আগুন কেবলমাত্র জ্বলতে শুরু করেছে। ...যুদ্ধ সবে মাত্র শুরু।

এরপরে দেখানো হয়, সিরিয়ান সরকারি বাহিনীর সদস্যদের মাথায় গুলি করার পর তারা খোঁড়া গর্তে একে একে পড়ে যাচ্ছেন।

প্রামাণ্যচিত্রটিতে ব্যাপকভাবে সম্পাদনা করা হয়। স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়, গ্রাফিকস, স্লো-মোশন, রিপ্লে ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ বুশের ভাষণের ভিডিও ক্লিপ।  

প্রামাণ্য ভিডিও চিত্রটিতে আইএসের সহযোগী সংগঠন আল হায়াত মিডিয়ার লোগো ব্যবহার করা হয়েছে।

প্রামাণ্য চিত্রের শেষে আইএসের এক সদস্য ঘোষণা দেন, ‘ইসলামের সন্তানেরা সেই দিনের জন্য প্রস্তুত হচ্ছে। সুতরাং অপেক্ষা এবং দেখুন। আমরাও দেখার জন্য অপেক্ষা করছি। ’

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।