ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছুরি হাতে হোয়াইট হাউসে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
ছুরি হাতে হোয়াইট হাউসে! ছবি: সংগৃহীত

ঢাকা: ২৪ ঘণ্টার মধ্যে দুই দুইবার হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের অফিস হোয়াইট হাউসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এই চেষ্টার কথা জানানোর পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়।



সংবাদমাধ্যম জানায়, শুক্রবার এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসের একটি ভবনে ঢুকে পড়েন। এ সময় দ্রুত ভবনের আংশিক অংশ ফাঁকা করে দেয় নিরাপত্তা কর্মীরা এবং ওই ব্যক্তিকে আটক করে। তবে বারাক ওবামা এ সময় তার অফিসে ছিলেন না।

এরপর শনিবার আরো এক ব্যক্তি গাড়িসহ ফটক পার হয়ে হোয়াইট হাউসে যাওয়ার চেষ্টা করলে তাকেও আটক করে নিরাপত্তা রক্ষীরা।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গোয়েন্দা সংস্থার ওপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগত অতিথিদের নিরাপদ রাখতে সক্ষম।

সংবাদমাধ্যম জানায়, যে ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউসের নর্থ পোর্টিকো দরজা পর্যন্ত পৌঁছেছিল, তার নাম ওমর গনজালেস।

এদিকে, ভবনে স্থাপিত সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওমর গনজালেশ সাড়ে তিন ইঞ্চি ছুরি হাতে হোয়াইট হাউসের লনের বেড়ায় গিয়ে আটকে যায়।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, যদিও নিরাপত্তা কর্মীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে গনজালেশকে যেখানখান থেকে আটক করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাকে প্রতিদিনই নিরাপত্তার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যদিও জাতীয় ইতিহাসের অংশ হিসেবে হোয়াইট হাউস সাধারণের দেখার সুযোগ রয়েছে।

বারাক ওবামা ও তার মেয়ে হেলিকপ্টারে করে হোয়াইট হাউস ত্যাগ করার পর পরই ওমর গনজালেশ হোয়াইট হাউসে ঢুকতে সক্ষম হন। পরে তার বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শনিবার এক ব্যক্তি গাড়ি নিয়ে হোয়াইট হাউসের ফটকের ভেতরে ঢুকে পড়েন এবং তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার পর পরই হোয়াইট হাউসের আশেপাশের রাস্তায় চলাচল বন্ধ করে দেয় এবং বিস্ফোরকের খোঁজে যানবাহনে তল্লাশি চালায়।

শনিবারের এ ঘটনাটিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিত্য দিনের ঘটনা বলে উল্লেখ করেন। তিনি জানান, এ ধরনের ঘটনা রোজকার বিষয়।

শুক্র ও শনিবার দুটো ঘটনা ঘটার পর নিরাপত্তা পরিচালক জুলিয়া পিয়ারসন হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা আরো বেশি জোরদার করার নির্দেশ দেন।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার জন্য বলতেই পারেন এবং আমরা আমাদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ত দেখাবো, এটাই জাতির প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।