ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেনের সাত সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেনের সাত সেনা নিহত সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত সেনা নিহত এবং নয়জন আহত হয়েছেন। এর আগে রোববার রাতে গোলাবর্ষণের ঘটনায় দোনেৎস্কেই তিন বেসামরিক লোক নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন।

 

এই ঘটনায় বাসভবন ও প্রশাসনিক ভবনের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে (ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়) সিটি অফিস।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়ান বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ও বিদ্রোহী নেতাদের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে বাস্তবে যুদ্ধবিরতির কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। থেমে থেমে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেই চলছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।