ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা

ধর্মঘটের পরিকল্পনা লাইবেরিয়ান স্বাস্থ্য কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
ধর্মঘটের পরিকল্পনা লাইবেরিয়ান স্বাস্থ্য কর্মীদের

ঢাকা: ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার আশঙ্কায় লাইবেরিয়ান স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে মেডিকেলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা কর্মবিরতিতে না যাওয়ার জন্য নার্স ও মেডিকেল অ্যাসিসটেন্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।



উল্লেখ্য, দেশটিতে ইবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিমুহূর্তেই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন চিকিৎসকে ও স্বাস্থ্য কর্মীরাও।

স্বাস্থ্য কর্মকর্তাদের ধরে রাখতে মাসিক ঝুঁকি ভাতা বৃদ্ধির কথা জানিয়েছে দ্য ন্যাশনাল হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।   

মূল বেতনের ওপর ভিত্তি করে লাইবেরিয়ার স্বাস্থ্য কর্মীরা বর্তমানে ৫০০ ডলারের কম ঝুঁকি ভাতা পাচ্ছেন। কর্মকর্তারা এখন এটি বাড়িয়ে ৭০০ ডলার করার দাবি করছেন।

এছাড়া তারা নিজেদের রক্ষায় সরঞ্জাম ও বিমা চালুর কথা জানিয়েছেন।

লাইবেরিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী টোলবার্ট ইয়েনসোয়াহ বলেন, যারা ইবোলায় ভুগছেন ধর্মঘট তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। রোগটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ থমকে যাবে।

উল্লেখ্য, এ পর্যন্ত ইবোলায় ৪৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার যে তিনটি দেশ ইবোলায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে লাইবেরিয়া অন্যতম। দেশটির পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে সরকার নির্বাচন বাতিল করতে বাধ্য হয়েছে।

লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে ৪০০০ বেশি মানুষ ইবোলায় মারা গেছেন।

 বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।