ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদেশি সাহায্য চাওয়ায় শিয়া নেতার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
বিদেশি সাহায্য চাওয়ায় শিয়া নেতার মৃত্যুদণ্ড সংগৃহীত

ঢাকা: ‘মধ্যস্ততার জন্য বিদেশি সাহায্য’ চেয়ে আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবে এক শিয়া নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ওই শিয়া নেতার নাম শেখ নির বাকির আল-নির।

পরিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

শেখ নির বাকির আল-নির’র ভাই সংবাদমাধ্যমকে জানান, ‘মধ্যস্ততার জন্য বিদেশি সাহায্য’ চেয়ে ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিলে তা প্রমাণিত হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের ‘আইন অমান্য’ করেছেন। এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছেন বলেও অভিযোগ আনা হয়।

২০১১ সালের ফেব্রুয়ারিতে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে সরকার বিরোধী আন্দোলনে মূখ্য ভূমিকা ছিল এই শিয়া নেতার। দুই বছর আগে গ্রেফতার করা হয়।

প্রতিবেশী দেশ বাহারাইনে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে তা ছড়িয়ে পড়ে সৌদি আরবের ওই অঞ্চলে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।